ঐতিহাসিক পট ভূমি: ভোলা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত ১টি বৃহৎদ্বীপঅঞ্চল। এই অঞ্চলের উজেলা গুলোর ১ টি হলো লালমোহন। তৎকালীন শ্রী কৃষ্ণ মহন নামে এক হিন্দু জমিদার ছিলেন তাহার নামানুসারে এই উপজেলার নাম করন করা হয়।
লালমোহন উপজেলার ১ টি পৌর সভা,৯ টি ইউনিয়ন ২নং ক্রমিকে বস্থিত ইউনিয়ন কালমায় রয়েছে ৬ গ্রাম এবং ৬ মৌজা।
এবার আমরা জানবো কী ভাবে কালমার নাম পরিচিয় ঘটলো। এই অঞ্চলের জনগনের মধ্যে প্রচলিত রয়েছে যে, এই ইউনিয়নচট সর্ব প্রথম বোরহান উদ্দিন থানার সাথে সংযুক্ত ছিল। তখন এই ইউনিয়নটির নাম ছিল কালিকাপুর। কেউ বলে এটি বদরপুর ইউনিয়নের ১টি মৌজা হিসাবে ছিল। তৎকালীনি সইরন্দ্রমোহন শাহী নামে এক হিন্দু জমিদার ছিলো তাহার নামানুসারে এই ইউরিয়নটির নাম কালমা।
এক নজরে কালমা ইউনিয়ন পরিষদ
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS