বিশিস্ট পীর ও আলেম গন
মরহুম মাওলানা জিয়াউল হক সাহেব:-মাও:জিযাউল হক পীর সাহেব১৯২৪ সালে এক মধ্যস্থ ও সাদারন পরিবারে জন্মগ্রহন করেন । লালমোহন আলীয়া মাদ্রাসা থেকে ফাজিল প্রথম শ্রেনীতে পাশ করে ছার্ছিনা কামিল মাদ্রাসায় প্রথম শ্রেণীতে উর্ত্তীন হন। কমজীবনে লালমোহন ফাযিল মাদ্রাসায় ৮ বছর শিক্ষকতা শেষে ১৯৭০ সালে ডাওরী হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসাটি ফাযিলে উন্নীত হলে এর প্রধানের দায়িত্রবার গ্রহন করেন। ১৩ বছর যারত মাদ্রাসাটির খেদমতে নিয়োজিত ছিলেন। তিনি ১৯৭৮ সালে নিজ বাড়ী দরজায় হক্কানী দরবার শরীফ ও হাফিজিয়া মাদ্রাসা প্রতিস্টা করেন । প্রতি বছর ২৮,২৯, ও ৩০ শে অগ্রাহায়ন দরবার শরীফে ইছালে ছওয়ালে মাহফিল অনুস্ঠীত হয়। এতে জৈনপুরী পীর সাহেব সহ বহু আলেম ওলামাগন উপসস্থিত থেকে দ্বিন ইসলামের বিভিন দিক আলোচনা সহ বিশ্ব শান্তির জন্র রেদায়া্করেন। মাহফেলে ১০,০০০/=অধিকলোক সমাগন হয়।
১৯৮৯ সালে জিয়াউলহক পীরসাহের মৃত্যুবরন করলে তার পুত্র শাহ মো: অলিউল্ল্যাহ পিতা কর্তৃক পূব লিথিত অনুযায় অছিয়ত নামা থিলাফত প্রাপ্ত হন।বর্তামানে তিনি খানকা শরীফের পীরের দ্বায়িত্ব পালন করছেন।
* *************************************************
মাওঃহাব্বিবউল্লাহ সাহেব,ডাওরী বাজার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস